এই ডিজিটাল যুগে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন আপনারও আছে, নিজের মত করে, নিজ জায়গা থেকে, অনলাইনে ইনকাম করতে কে না চাইবে? কিন্তু অসুবিধাটা হলো নির্ভরযোগ্য সঠিক গাইডলাইনের অভাব, কার কাছ থেকে! কোথায় থেকে! আদো শিখতে পারবো কিনা! কে আমাকে সাহায্য করবে! থাকে এমন নানা দ্বিধাদ্বন্দ্ব, আর চিন্তা নেই, দ্বিধাদ্বন্দের সময় শেষ, কারণ দীর্ঘ ৮ মাস আমার গত ৭ বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে সাথে অন্যান্য সফল ফ্রিল্যান্সারদের সাথে পরামর্শ করে নিয়ে আসলাম Freelancing With Website এই ট্রেনিং আপনার জন্য।
ট্রেনিং ক্যারিকুলাম যা যা আছে:
* এই ট্রেনিং ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে।
* ওয়েবসাইট কিভাবে শুরু থেকে শেষ সূর্যন্ত তৈরি করতে হয় তা আমরা শিখবো।
* ওয়েবসাইট তৈরি করে কিভাবে ইনকাম করবেন তা শিখবো।
* এই ট্রেনিং সর্বোমোট ৭৬টি রেকর্ডেড লেসন/ ভিডিও রয়েছে।
* ৭৬ লেসন মিলিয়ে টোটাল ৪৩ ঘন্টা ৪১ মিনিট দীর্ঘ।
* এই ট্রেনিং টোটাল ১৬টি সেশন রয়েছে।
১ম সেশনে আমরা জানবো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের শুরুর মৌলিক বিষয় সমূহ যেমন- এটি কি! উৎপক্তি কোথায় থেকে! কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেনিং শেষ করবেন! কিভাবে শিখবেন! কিভাবে প্র্যাকটিস শুরু করবেন! Browser, Server, Domain, Hosting, Theme, website সম্পর্কে বিস্তারিত তথ্য ও উপাত্ত, ওয়েবসাইটের বিভিন্ন ধরন ও অংশ, ওয়েবসাইট তৈরির ধাপ সমূহ যাতে আমাদের ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখার ও জানার বৃত্তি শক্ত হয়।
২য় সেশনে একটি ওয়েবসাইট কিভাবে কোড করে তৈরি করা হয় তা শেখানো হয়েছে যেমন- কোড সম্পর্কে ও কোড এ্যডিটর সম্পর্কে, কিভাবে কোড লেখা হয় ও প্যাকটিস করতে হয়, HTML, CSS, Bootstrap এগুলো শিখানো হয়েছে এবং এগুলো দিয়ে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করা যার মাধ্যমে কোড বুঝা ও শিখা হয়ে যাবে সহজে।
৩য় শেসনে ওয়েবসাইট তৈরি করা শুরু WordPress দিয়ে, Local Server কিভাবে ব্যবহার করবেন, WordPress সেভাবে install করবেন, Dashboard, theme, plugin, template, widget, addons, page builder (Gutenberg, Elementor, elemendor pro) সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত জানবেন ও শিখবেন।
৪র্থ সেশনে ওয়েবসাইটের একটি করে অংশ অর্থাৎ section শিখবেন অর্থাৎ একটি ওয়েবসাইটের শুরুর section থেকে শেষ অংশ সব ধাপে ধাপে শিখবেন, জানবেন ও দেখবেন যার মাধ্যমে ওয়েবসাইটের যেকোনো নিজ থেকে তৈরি করতে পারবেন।
৫ম সেশনে ওয়েবসাইটকে কিভাবে কার্যকরী করবেন তা শিখবেন যেমন- একটা ওয়েবসাইট শুধু তৈরি করলেই হয়না তাকে Visitor দের জন্য কার্যকর করতে হয় যেমন- popup, multi-Language, payment Gateway, events, Subscription, donation, cookies, affiliate, chatbot, Email automation, Login/Registration, pages setup, ওয়েবসাইট মোবাইল ডিভাইস জন্য উপযুক্ত করা ইত্যাদি আরো অনেক Function ওয়েবসাইটে Add/Setup করা শিখবেন।
৬ষ্ঠ সেশনে ৫টি ৫ ধরনের ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করা শিখবো যেমন- portfolio, Landingpage, Business, Lms, E-commerce ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি যেকোন ধরণের ওয়েবসাইট first to last কিভাবে Complete করে দেখবেন, জানবেন ও শিখবেন।
৭ম সেশনে ওয়েবসাইট মেইন্টেন করা সম্পর্কে শিখবো ও দেখবো Security, Backup, Migration, Speed optimization, Basic SEO, যার মাধ্যমে ওয়েবসাইটের নিরাপত্তা ও মেইন্টেন করা শিখবেন।
৮ম সেশনে ওয়েবসাইট নিয়ে ইনকাম করার জন্য কাজ সিলেক্ট যেভাবে করবেন ও হারাম এবং হালাল ওয়েবসাইট কাজ যেভাবে পার্থক্য করবেন তা স্পষ্ট হয়ে যাবে।
৯ম সেশনে এতোদিন যা কিছু শিখেছেন তার আলোকে ক্লাইন্টের জন্য যেভাবে sample তৈরি করবেন free ভাবে Live Links মাধ্যমে তা শিখবেন, যার মাধ্যমে যে কাউকে আপনার কাজ show করাতে পারবেন সহজে।
১০ম সেশনে ওয়েবসাইট কাজের জন্য রিসোর্স শেয়ার করা হয়েছে, ওয়েবসাইট কোন গুলো কি ধরণের ক্যাটাগরি, কোন গুলোর জন্য কোন theme, plugin, free & paid শেয়ার করা হয়েছে।
১১তম সেশনে Al কিভাবে ওয়েবসাইটে ব্যবহার করবেন তা শিখানো হয়েছে এবং ওয়েবসাইটের কাজের জন্য AI সাথে Up to date থাকার তথ্য শেয়ার করা হয়েছে।
১২তম সেশনে ওয়েবসাইটের কাজের বিভিন্ন সমস্যা ও এর সমাধান সম্পর্কে জানবেন ও শিখবেন, যার মাধ্যমে কখনো ওয়েবসাইটের সমস্যা হলে নিজেই সমাধান করতে পারবেন।
১৩তম সেশনে মার্কেটপ্লেস সম্পর্কে। যেভাবে Fiverr account খুলবেন একজন ওয়েবসাইট ক্রিয়েটর হিসাবে, প্রফেশনাল ভাবে Gig তৈরা করা, একটি ওয়েবসাইট কাজ কিভাবে Fiverr মাধ্যমে নিয়ে সম্পন্ন করে client কে delivery দিয়ে টাকা ব্যাংকে আনতে হয় তা দেখবেন এ শিখবেন, এবং Fiverr এ Success বিভিন্ন সিক্রেট টিপস শেয়ার করা হয়েছে।
১৪তম সেশনে মার্কেটপ্লেসের ইনকামের টাকা কিভাবে বাংকে আনবেন তা দেখানো হয়েছে ও এক্ষেত্রে Payoneer account খোলা verification, Bank link-up, fiverr-linkup তারপর payoneer মাধ্যমে dollar থেকে আপনার টাকা হাতে যেভাবে নিয়ে আসবেন তা শিখানো হয়েছে।
১৫তম সেশনে জানবো, দেখবো ফ্রিল্যান্সিং জন্য ইংলিস কিভাবে শিখবো, communication, Negotiation এবং Project, client ও money management সম্পর্কে। যে দক্ষতা গুলো খুবই প্রয়োজন ফ্রিল্যান্সিং সফলতার জন্য।
১৬তম সেশনে ফ্রিল্যান্সিং কিভাবে সফল হবেন ও দীর্ঘস্থায়ীভাবে এই সেক্টরে টিকে থাকবেন তা জানবেন ও শিখবেন এবং সেই সাথে Development দিকে কিভাবে career এগিয়ে নিবেন বিস্তারিত গাইডলাইন পাবেন।
ট্রেনিং সম্পূর্ণভাবে শেষ করার পর আপনার জন্য কি অপেক্ষা করছে! কি কি করতে পারবেন এতোক্ষনে আপনি নিজেই বুঝে গিয়েছেন ,তাইনা? তবুও কিছু বলি যেমন-
* ওয়েবসাইটের কোড বুঝতে পারবেন।
* ব্যবসায়িক ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* অনলাইন কোর্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* নিউজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* ডিজিটাল প্রোডাক্টসের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* বাংলাদেশিদের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* ইন্টারন্যাশনালি কাজ করতে পারবেন।
* যে কোন মার্কেটপ্লেস এ কাজ করতে পারবেন যেমন- Fiverr, Upwork, Freelancer.com, LinkedIn etc.
* কোন কোম্পানিতে remote job করতে পারবেন।
* ওয়েবসাইটের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন।
* নিজের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
* ওয়েবসাইট মেইন্টেইনার অথবা ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন।
* AI ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারবেন।
* নিজের ইনস্টিটিউট শুরু করতে পারবেন।
* নিজের Agency শুরু করতে পারবেন।
* ফিমেল ফ্রিল্যান্সিং ওয়েব টিমে যুক্ত হতে পারবেন।
ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু করার সুযোগ ও পথ তৈরি হয়ে যাবে।
উপরের উল্লেখিত একটি লেখাও বাড়তি বলা হয়নি যেটা এই Freelancing With Website ট্রেনিং এর মধ্যে নেই বরং ৭৬টি লেসনের মধ্যে আরো এমন কিছু শিখবেন ও জানবেন যার জন্য নিজেকে নিজে একদিন ধন্যবাদ দিবেন যে এই ট্রেনিং করার সিদ্ধান্তটি নেয়া ছিলো আপনার জীবনের সেরা একটা সিদ্ধান্ত ইনশাআল্লাহ.